শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৩

আদালত অবমাননার অভিযোগের জবাব দাখিল করেছে ইকোনমিস্ট

২৫/৩/২০১৩
আদালত অবমাননার অভিযোগে লন্ডন থেকে প্রকাশিত বিশ্বখ্যাত সাময়িকী ‘দি ইকোনমিস্ট’ এর বিরুদ্ধে জারি করা রুলের জবাব  জমা দিয়েছে ইকোনমিস্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ইকোনমিস্টের পক্ষে নিয়োজিত আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান লিখিত জবাব জমা দিয়েছেন। লিখিত জবাবে আদালত অবমাননার অভিযোগ অস্বীকার করেছে ইকোনমিস্ট।

ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের স্কাইপ কথোপকথন এবং ইমেইল একাউন্ট হ্যাক করা ডকুমেন্ট হস্তগত করার জের ধরে ইকোনমিস্ট এর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হক চেয়ারম্যান থাকা অবস্থায় ইকোনমিস্ট এর বিরুদ্ধে রুল জারি করে হ্যাকিংয়ের মাধ্যমে অর্জিত ডকুমেন্ট প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একই সাথে তাদের বিরুদ্ধে  কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবেনা সেজন্য ব্যাখ্যা দাবি করা  হয়।

এদিকে আজ   ট্রাইব্যুনাল-১ এ সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষীর জেরা অব্যাহত ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন