মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

দুই মিনিটে মৃত্যুদন্ড


মেহেদী হাসান, ১৭/৯/২০১৩

দেশজুড়ে আলোচিত আব্দুল কাদের মোল্লা মামলায় আপিলের রায়  উপলক্ষে আজ    সকাল সাড়ে আটটা থেকে সাংবাদিক এবং আইনজীবী  কোর্ট রুমে জড়ো হতে শুরু করেন। আস্তে আস্তে ভরে উঠতে শুরু করে প্রধান বিচারপতির সুবিশাল এজলাস  কক্ষ। নয়টা ৩২ মিনিটের সময় প্রধান বিচারপতির নেতৃত্বে অপর চার বিচারপতি আদালত কক্ষে প্রবেশ করেন। কোর্টরুমে তখন পিনপতন নিরবতা নেমে আসে। আদালতের সামনে দুয়েকটি আবেদন উপস্থাপনের পর বেঞ্চ অফিসার কার্যতালিকার  এক নং ক্রমিকে থাকা আব্দুল কাদের মোল্লা মামলায় জাজমেন্ট ডেলিভারি বিষয়ে ঘোষনা করেন। তখন ঘড়ির কাটায় নয়টা ৩৫ মিনিট । প্রধান বিচারপতি মো : মোজাম্মেল হোসেন রায় ঘোষনা শুরু করেন। মাত্র দুই মিনিটের মাথায় নয়টা ৩৭ মিনিটের সময় শেষ হয়ে যায় মৃত্যুদন্ডের রায় ঘোষনা। সাংবাদিকরা হুড়মুড় করে কোর্টরুম থেকে বের হয়ে যেতে শুরু করেন খবর আপডেট করার জন্য।

প্রধান বিচারপতি নিন্মোক্ত রায়টি ঘোষনা করেন


Criminal Appeal No. 24 of 2013 filed by the Government is found to be maintainable unanimously. This appeal is allowed by majority. The order of acquittal passed by the International Crimes Tribunal No. 2 in respect of charge No. 4 is set aside by majority and the respondent is found guilty of the said charge. He is sentenced to imprisonment for life of that charge. He is sentenced to death by the majority of 4:1 in respect of charge No. 6. He be hanged till death. Criminal Appeal No. 25 of 2013 filed by the Abdul Quader Mollah is dismissed unanimously. The conviction in respect of charge No. 6 is maintained unanimously. The conviction and sentence passed in respect of charge Nos. 1, 2, 3 and 5 are maintained by majority of 4:1
 বাংলায় সংক্ষিপ্ত অর্থ হল :
রাষ্ট্রপক্ষের আবেদন সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে গ্রহণ করা হল। ট্রাইব্যুনাল এর রায়ে আব্দুল কাদের মোল্লাকে চার নং অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছিল।  চার নং অভিযোগে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যাবজ্জীবন প্রদান করা হল। ৪: ১ অনুপাতে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ৬ নং অভিযোগে মৃত্যুদন্ড প্রদান করা হল। আমৃত্যু তাকে ঝুলিয়ে রাখতে হবে। আব্দুল কাদের মোল্লা যে  আপিল আবেদন করেছিলেন তা সর্বসম্মতভাবে খারিজ করা হল। ১, ২, ৩ এবং ৫ নং অভিযোগে আব্দুল কাদের মোল্লাকে ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছিল তা ৪:১ অনুপাতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বহাল রাখা হল।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন