৩০/৭/২০১৩
জাহিদ হোসেন খোকনকে আগামী ১৪ আগস্টের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হবার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এদিনের মধ্যে সে স্বেচ্ছায় ট্রাইব্যুনালে হাজির না হলে তার পক্ষে একজন রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ করা হবে এবং তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে চার্জ গঠন শুনানী শুরু হবে।
আজ সকালে এ নির্দেশ জারি করা হয়েছে।
জাহিদ হাসান খোকন এর বিরুদ্ধে ১৯৭১ সালের মানবতাবিরোধী অভিযোগ আমলে নিয়ে গত ১৮ জুলাই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
জাহিদ হাসান খোকন ফরিদপুর জেলার নগরকান্দা পৌরসভার মেয়র। তিনি নগরকান্দা পৌরসভা বিএনপির সহসভাপতি। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম শুরুর পর তিনি আত্মগোপনে চলে যান।
রাষ্ট্রপক্ষ থেকে তার বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গনহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটাপাট, ধর্মান্তরকরন এবং হিন্দুদের দেশ থেকে জোর করে নির্বাসনের অভিযোগ আনা হয়েছে। গতকাল তার বিরুদ্ধে চার্জ গঠন শুনানী ধার্য্য করা হয়েছিল।
রাষ্ট্রপক্ষ গত ২৩ জুন জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে ১৯৭১ সাল বিষয়ে ১০টি মানবতাবিরোধী অভিযোগে ফরমাল চার্জ দাখিল করে ট্রাইব্যুনালে। এর আগে ৩০ মে তদন্ত সংস্থা তার বিরুদ্ধে ১৩টি অভিযোগে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষের কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন