বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

শাহরিয়ার কবিরের জেরা৩

৬/৯/২০১২
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী শাহরিয়ার কবিরকে বৃহষ্পতিবার তৃতীয় দিনের মতো জেরা করা হয়েছে। বৃহষ্পতিবার  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুরাল-২ মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাক্ষীকে জেরা করেন।

জেরা:
প্রশ্ন: বেগম সুফিয়া কামালের নেতৃত্বে গণতদন্ত কমিশন গঠন করা হয়?
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: গণতদন্ত কমিশনে জড়িত ছিলেন?
উত্তর: ছিলাম, তদন্ত পরিচালনা করেছি ও রিপোর্ট প্রণয়নে সহযোগিতা করেছি।
প্রশ্ন: যাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করেছেন তাদেরকে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য দেয়ার জন্য নোটিশ দিয়েছেন?
উত্তর: না। পরে বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি।
প্রশ্ন: তদন্ত কমিশনের রিপোর্টে এ বিষয়টি সংযুক্ত করেছেন?
উত্তর: করা হয়নি, কারণ সংক্ষিপ্ত ভার্ষণ ছিল।
প্রশ্ন: গণতদন্ত কমিশনের রিপোর্টে আপনারা অভিযুক্তদের কোন উদ্বৃতি দেননি।
উত্তর: সত্য নয়।
প্রশ্ন: লাহোর, পাঞ্জাব ও অন্যান্য শহরে কাদিয়ানী বিরোধী দাঙ্গার তদন্তর জন্য বিচারপতি মনিরের নেতৃত্ব কমিশন হয়। 
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: তখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন মুসলীম লীগের।
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: মনিরের কমিশনের রিপোর্টে দাঙ্গার জন্য সংবাদপত্রের রিপোর্টকেও দায়ী করা হয়।
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: রিপোর্টে জামায়াত ও সৈয়দ আবুল আলা মওদূদী বক্তব্য উল্লেখ আছে।  
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: মওদূদী দাবি করেছিলেন যে, ডাইরেক্ট অ্যাকশানের ওলামাদের সিদ্ধান্তে তিনি নিজে ও জামায়াতে ইসলামী ছিল না?
উত্তর: হ্যাঁ, মওদূদী বলেছেন। কিন্তু কমিশন তা গ্রহণ করেনি।
প্রশ্ন: বিচারপতি মনির কমিশনের রিপোর্টে মূলত মজলিসে আহরারকে কাদিয়ানী বিরোধী দাঙ্গার জন্য দায়ী করা হয়েছে।
উত্তর: রিপোর্টের অন্যখানে জামায়াতকে দায়ী করা হয়েছে।
প্রশ্ন: রিপোর্টে হত্যাকাণ্ডের যে বর্ণনা দেয়া হয়েছে তাতে নিহতের সংখ্যা ২০ জন অতিক্রম করেনি।
উত্তর: জানা নেই।
প্রশ্ন: বিচারপতি মনির কমিশনের রিপোর্ট প্রকাশের পূর্বেই মওদূদীর বিচার সামরিক আদালতে সম্পন্ন হয়েছে?
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: আপনি সামরিক শাসন ও সামরিক আদালতের বিরোধী।
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে যে কোনো বিচারের বিরোধী।
উত্তর: হ্যাঁ। পরে বলেন, পাকিস্তান ও বাংলাদেশে সামরিক শাসনের অনেক কিছু মেনে নিতে হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন