সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

লাট মেয়ার জেরা চলছে//সাীকে ইশারা-ইঙ্গিতে সহযোগিতা করার কারণে প্রসিকিউর মোহাম্মদ আলীকে সতর্ক করল ট্রাইব্যুনাল

১০/৯/২০১২
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নবম সাী আমির হোসেন মোল্লা ওরফে লাট মিয়ার  চতুর্থ দিনের মতো জেরা করা হয়েছে। জেরাকালে সাীকে ইশারা-ইঙ্গিতে সহযোগিতা করার কারণে ট্রাইব্যুনাল প্রসিকিউর মোহাম্মদ আলীকে সতর্ক করে দিয়েছেন। প্রসিকিউর মোহাম্মদ আলী জেরাকালে বার বার সাীকে ইশারা ইঙ্গিত দিচ্ছেলেন। আজ  জেরা শেষে আগামী ১৩ সেপ্টেম্বর পরবর্তী জেরার দিন ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনাল-২ এ কাদের মোল্লার আইনজীবী আবদুস সোবহান তরফদার সাক্ষীকে জেরা করেন।

জেরা:
প্রশ্ন : একাত্তরের ১৬ ডিসেম্বরের পরে ভারতীয় সেনাবাহিনী মিরপুরে অবস্থান নেয়।
উত্তর : সত্য নয়।
প্রশ্ন : ৩০ জানুয়ারি ১৯৭২ সালে ভারতীয় বাহিনীর কাছ থেকে বাংলাদেশের সেনাবাহিনী মিরপুরের কর্তৃত্ব বুঝে নেয়।
উত্তর : সত্য নয়।
প্রশ্ন : ৩১ জানুয়ারি যখন মিরপুর মুক্ত হয় তখন ভারতীয় মিত্র বাহিনী মিরপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ছিল না।
উত্তর : সত্য নয়।
প্রশ্ন : আলুবদি গ্রামের আব্দুল বারেক যিনি ২৪ এপ্রিল ১৯৭১ সালে ঘটনার প্রত্যদর্শী তাকে চেনেন?
উত্তর : তাকে চিনি না। তিনি প্রত্যদর্শী কি না তাও জানি না।
প্রশ্ন : আলুবদী গ্রামে বীরঙ্গনা মোসা. লাইলীকে চেনেন?
উত্তর : আমি চিনি।
প্রশ্ন : আলবদী গ্রামের কালু মোল্লা, মনসুর আলী দেওয়ান, ওহাব আলী দেওয়ান, বদু বেপারী, বারেক মাদবর,  রহমান বেপারী এদের চেনেন?
উত্তর : এদের আমি চিনতাম।
প্রশ্ন : আলবদী গ্রামের উত্তর পাড়ার কিতাব আলী ও চুনু বেপারীকে চেনেন?
উত্তর : চিনতাম।
প্রশ্ন : মোহাম্মদ আব্দুল হাই পিতার নাম হাজী মোঃ নাঈম উদ্দিনকে চেনেন?
উত্তর : চিনতাম।
প্রশ্ন : জবানবন্দীতে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার কথা কাল্পনিক মিথ্যা ও বানোয়াট?
উত্তর : প্রশ্নই আসে না, অসত্য।
প্রশ্ন : স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন ওরফে কালাচাঁদকে চেনেন?
উত্তর : চিনি।
প্রশ্ন : স্থানীয় বাসিন্দা আলী আসগরকে চেনেন?
উত্তর : চিনি না।
প্রশ্ন : ২৪ এপ্রিল ঘটনার যে কথা বলেছেন তার প্রত্যদর্শী ছিলেন হাজী আব্দুল করিম। তাকে চেনেন?
উত্তর : চিনি না।
প্রশ্ন : ২১ জন আত্মীয় মারা গেছে। প্রথম বলেছেন খালু রুস্তম বেপারীর কথা। তার কয় সন্তান?
উত্তর : দু'ছেলে আনামত বেপারী ও নিলামত বেপারী।
প্রশ্ন : আলুবদি গ্রামের কিতাব আলীকে চেনেন?
উত্তর : চিনি না।
প্রশ্ন : মামাত ভাই ছুনুকে চেনেন?
উত্তর : ঘটনার সময় নিঃসন্তান ছিল।
প্রশ্ন : চাচা মোখলেছুর রহমানের কয় ছেলে ছিল?
উত্তর : এক ছেলে ঘটনার সময় ১২/১৩ বছর বয়স ছিল।
প্রশ্ন : ভাবী ইয়াসমিন বানুর কয় সন্তান ছিল?
উত্তর : নিঃসন্তান অবস্থায় নিহত হন।
প্রশ্ন : ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এডভোকেট জহির উদ্দিন। নির্বাচনী এলাকার সীমানা বলতে পারবেন।
উত্তর : উত্তরে ধৌর কামারপাড়া (হরিরামপুর ইউনিয়ন) দেিণ রায়েরবাজার ঝিগাঁতলা পর্যন্ত ছিল।
প্রশ্ন : তখন মিরপুর মোহাম্মদপুর কোন নির্বাচনী এলাকা ছিল?
উত্তর : একই নির্বাচনী এলাকা।
প্রশ্ন : ওই সময় জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু কতোজন প্রার্থী মনোনয়ন দেন?
উত্তর : কে কোন পরিষদের প্রার্থী ছিলো বলতে পারবো না। সম্ভবত ড. মোশাররফ এমপি প্রার্থী ছিলেন।
প্রশ্ন : এডভোকেট জহির উদ্দিন বাঙ্গালি না অবাঙ্গালি ছিলেন?
উত্তর : অবাঙ্গালি ছিলেন।
প্রশ্ন : জহির উদ্দিন মিরপুরে বিহারীদের এলাকায় বসবাস করতেন?
উত্তর : আমি জানি না।
প্রশ্ন : ১৯৭০ সালে জহির উদ্দিন সাহেব নির্বাচনী প্রচারণায় আপনাদের গ্রামে গিয়েছিলেন?
উত্তর : গিয়েছিলেন এবং বক্তব্য রেখেছিলেন।
প্রশ্ন : জহির উদ্দিনের পে প্রচারণার সময় কে কে থাকতো?
উত্তর : অনেক বাঙ্গালি অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে রশিদ মোল্লা ও দুলা মিয়া বেঁচে আছে।
প্রশ্ন : ১৯৭০ সালে মিরপুর এলাকায় বিহারীরা ভোটার সংখ্যায় বেশি ছিল।
উত্তর : এটা সত্য নয়।
প্রশ্ন : যেহেতু বিহারীরা বেশি ছিল তাই বঙ্গবন্ধু অবাঙ্গালি এডভোকেট জহির উদ্দিনকে মনোনয়ন দিয়েছিলেন।
উত্তর : এটা সত্য নয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন