সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষীর জেরা শেষ:


10/9/2012
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী ডা. হাসানুজ্জামানকে আসামী পক্ষের জেরা শেষ হয়েছে। আন্তর্জাতক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ গতকাল সাক্ষীকে জেরা করেন কামারুজ্জামানের আইনজীবী  কফিল উদ্দিন চৌধুরী। জেরা শেষে আগামী ১২ সেপ্টেম্বর কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীর জবানবন্দী দেয়ার দিন ধার্য করা হয়েছে। 
জেরা:
প্রশ্ন: স্বাধীনতার পরে কামারুজ্জামানের বিরুদ্ধে দালাল আইনে মামলা হওয়া বা স্বাধীনতা বিরোধীদের যে তালিকা হয়েছিল তাতে কামারুজ্জামানের নাম অন্তর্ভূক্তি সংক্রান্ত কোন কাগজ আপনি আদালতে দেখাতে পারবেন?
উত্তর: আদালতে দেখাতে পারব না।
প্রশ্ন: কামারুজ্জামানের বিরুদ্ধে আপনার বা আপনার পরিবারের দায়েরকৃত কোন অভিযোগের কাগজ আদালতে দেখাতে পারবেন?
উত্তর: কাগজ আমি দেখাতে পারব না।
প্রশ্ন: স্বাধীনতার পর কামারুজ্জামান সাংবাদিকতা করেছেন এবং তিনি একজন জামায়াতে ইসলামীর নেতা?
উত্তর: জানা নেই।
প্রশ্ন: আপনার ভাইকে পাকিস্তান আর্মির কাছে ধরিয়ে দিতে আপনার শ্বশুর গোষ্টির নিয়ন্ত্রিত রাজাকারা ভূমিকা রেখেছে জানতে পেরে পুনরায় ঝামেলায় জড়াবার আশঙ্কায় আপনার ভাইয়ের মৃত্য আপনাদের পরিবারের কেউ আনতে যায়নি।
উত্তর: সত্য নয়।
প্রশ্ন: যেহেতু আপনার শ্বশুর গোষ্টির প্রচ্ছন্ন ইঙ্গিতে আপনার ভাইকে হত্যা করানো হয়, সেজন্য তারও আপনার ভাইয়ের লাশ গ্রহণ করতে যায়নি?
উত্তর: সত্য নয়।
প্রশ্ন: আপনি আপনার ভাইয়ের সঙ্গে বাড়িতে সময় কাটানোর জন্য দেশের বাড়িতে গিয়ে কতদিন ছিলেন?
উত্তর: মনে নেই।
প্রশ্ন: আপনি ’৭১ সালে গ্রামের বাড়িতে যেয়ে ভাইয়ের সাঙ্গে দেখা করতে যাওয়ার কথা জবানবন্দীতে বলেছেন এটা অসত্য। আপনি দ্বিতীয় শ্বশুর বাড়ি পুরান ঢাকার প্রতাপ সেন লেনের বাড়িতে থাকতেন, যেখানে সোহেলার সঙ্গে আপনার সম্পার্ক ছিল এবং যিনি পরে আপনার দ্বিতীয় স্ত্রী হয়।  
উত্তর: সত্য নয়।
প্রশ্ন: ’৭১ সালের ২৯ জুন আহমদ নগর স্কুল ক্যাম্পে আপনার ভাইয়ের রেকি করার জন্য আপনার শ্বশুর বাড়িতে যাওয়া, তাকে আল-বদর কর্তৃক ধরে নিয়ে যাওয়া যা আপনি চাচা শ্বশুর সৈয়দুর রহমান, মকবুল হোসেন ও ভায়রা জামশেদের কাছে শুনেছেন বলে জবানবন্দীতে বলেছেন তা অসত্য।
উত্তর: সত্য নয়।
প্রশ্ন: প্রকৃত পক্ষে আপনার ভাই কোন দিন কোথায় কিভাবে মারা গেছেন তা আপনারা জানে না?
উত্তর: সত্য নয়।
প্রশ্ন: আপনার শালিকা রাশেদার বিয়ে হয় ১৯৬৯ সালে। 
উত্তর: হতে পারে। স্বাধীনতার আগে বিয়ে হয়।
প্রশ্ন: আপনার অপর শালিকা সাজেদার বিয়ে হয় ’৭১ সালে আপনার ভাই মারা যাওয়ার ৪/৫ মাস পরে।  
উত্তর: সত্য নয়।
প্রশ্ন: সাজেদার এখন তিন ছেলে ও দুই মেয়ে, বড় ছেলে উজ্জল বিবাহিত ও সিঙ্গাপুরে থাকে?
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: ’৭১ সালে কামারুজ্জামান আল-বদর বা স্বাধীনতা বিরোধী ছিলেন না। 
উত্তর: সত্য নয়।
প্রশ্ন: ’৭১ সালে কামারুজ্জামান এইচএসসির ছাত্র ছিলেন। 
উত্তর: হতে পারে।
প্রশ্ন: কামারুজ্জামানের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী কর্মকাল্ডের সাথে জড়িত এমন অভিযোগ ছিল না, তিনি ’৭১ সালে এইচএসসির ছাত্র ছিলেন এবং নিজ এলাকায় ছিলেন। এরপর বিএ ও এমএ পাস করেন ও স্বাভাবিক জিবন যাপন করেন। 
উত্তর: সত্য নয়।
প্রশ্ন: কামারুজ্জামান একজন সাংবাদিক ও জামায়াত নেতা হিসেবে আওয়ামী লীগের দেশীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ড ও অতি ভারতীয় নীতির বিরোধীতা করায় রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে এই যুদ্ধাপরাধের মামলা সৃষ্টি করা হয়েছে। 
উত্তর: সত্য নয়।
প্রশ্ন: আপনি আওয়ামী লীগ ঘরনার লোক হিসেবে, আওয়ামী লীগের এই অন্যায় কর্মের সহযোগিতা করার জন্য মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।
উত্তর: সত্য নয়।
প্রশ্ন: কামারুজ্জামান রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও নির্দোষ।
উত্তর: সত্য নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন