বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ১১ তম সাক্ষীর জেরা শেষ

৬/৯/২১০২
সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ১১ তম সাক্ষী এস এম মাহবুবুল আলমের  জেরা আজ  শেষ হয়েছে। সাক্ষীকে জেরা করেন অ্যাডভোকেট আহসানুল হক হেনা। তাকে সহায়তা করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম।

জেরা (সংক্ষিপ্ত) :
প্রশ্ন : আক্রমনের পরে গাড়ির মধ্যে কোন ডাক চিৎকার শুনেছেন?
উত্তর : না।
প্রশ্ন : সেপ্টেম্বর মাসের ২০ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে  এম আর আখতার মুকুলের চরমপত্র অনুষ্ঠানে আপনাদের আক্রমন বিষয়ে কোন  আলোচনা  শুনেছেন?
উত্তর :  শুনিনাই।
প্রশ্ন : আপনার নাম  ডিসি অফিসের  তালিকায় নেই।
উত্তর : সত্য নয়।
প্রশ্ন : আপনি  যে কমান্ডার ছিলেন সে মর্মে কোন কাগজপত্র তদন্ত কর্মকর্তাকে দিয়েছেন তদন্তকালে?
উত্তর : না।
প্রশ্ন : আপনি কোন মুক্তিযোদ্ধা বা কমান্ডার ছিলেননা।
উত্তর : সত্য নয়।
প্রশ্ন : দেশ স্বাধীন হওয়ার পর সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবার বা নিহত ড্রাইভারের পরিবার উক্ক ঘটনার জন্য কোন মামলা করেছিল আপনার বিরুদ্ধে?
উত্তর : জানা নেই।
প্রশ্ন : জিয়াউর রহমান সাহেব আপনাকে যে হিট লিস্ট দিয়েছিলেন তা আছে আপনার কাছে?
উত্তর : সময়ের পরিক্রমায় তা হারিয়ে গেছে।
প্রশ্ন : আক্রমনে যে গ্রেনেড চার্জ করা হয় সেটি কি রকম ছিল?
উত্তর : এনারগা গ্রেনেড। সেটি যথেষ্ঠ শক্তিশালী ছিল।
প্রশ্ন : স্টেনগান?
উত্তর : ৯ এম এম এসএমটি মার্ক ২।
প্রশ্ন : এ ধরনের স্টেনগান এবং গ্রেনেড দিয়ে হামলা করলে গাড়ির মধ্যে কারো বেঁচে থাকার কথা নয়।
উত্তর : ড্রাইভার নিহত হয়েছে। সালাহউদ্দিন কাদের সাহেব  গুরুতর আহত হয়েছিল। বাকীদের অবস্থা জানা নেই।
প্রশ্ন : ঘটনার দিন আপনি কখনো আয়েশা খাতুন লেনে যাননি। আপনি অন্যত্র ছিলেন।
উত্তর : সত্য নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন