সোমবার, ২২ অক্টোবর, ২০১২

মিছবাহুর রহমানের জেরা শেষ


মাওলানা  মতিউর রহমান নিজামীর  বিরুদ্ধে প্রথম সাক্ষী মিছবাহুর রহমান চৌধুরীর জেরা আজ শেষ হয়েছে। তাকে জেরা করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

জেরা :
প্রশ্ন : আলবদর প্রশিক্ষন ক্যাম্প সর্বপ্রথম কবে কোন জেলায় শুরু হয় তা জানা আছে?
উত্তর : না।
প্রশ্ন : আলবদর প্রশিক্ষনের জন্য পাকিস্তান সেনা বাহিনীর কোন অফিসার মূল দায়িত্বে ছিলেন ?
উত্তর : নির্দিষ্ট কোন অফিসার ছিল  কি-না জানা নেই। তবে জামায়ত এটা নিয়ন্ত্রন করত।
প্রশ্ন : আপনার গবেষনাকালে কোন প্রশিক্ষন কেন্দ্রের কোন কোন প্রশিক্ষনার্থীর সনদ সংগ্রহ করতে পেরেছেন?
উত্তর : না।
প্রশ্ন : কতজন আলবদরের সাক্ষাৎকার নিয়েছেন?
উত্তর : একাধিক।
প্রশ্ন : কতজন ধর্ষিতার সাক্ষাকার নিয়েছেন?
উত্তর : কারা নয়।
প্রশ্ন : ইসলামী ছাত্রসংঘের এমন কোন সিদ্ধান্তের কপি কি আপনার কাছে এসেছে  যাতে বলা হয়েছে ছাত্রসংঘের সবাইকে আলবদর বাহিনীতে যোগ দিতে হবে?
উত্তর : না। তবে মতলিব সাহেবের চিঠির মাধ্যমে আমি জানতে পেরেছি
প্রশ্ন : আলবদর বাহিনীতে যোগদানের বিষয়ে নিজামী সাহেবের নির্দেশ সম্বলিত, লিখিত কোন নির্দেশনা বা চিঠি আপনি  ১৯৭১ সালে বা তৎপরবর্তীতে পাননি।
উত্তর : পাইনি।
প্রশ্ন :  আপনি ইসলামী ছাত্রসংঘের সদস্যপদ কখনোই গ্রহণ করেননি।
উত্তর : সত্য নয়।
প্রশ্ন : আমি বলছি মতলিব সাহেব নিজামী সাহেবের উদ্ধৃতি দিয়ে কখনো আপনাকে কোন চিঠি দেননি।
উত্তর : সত্য নয়।
প্রশ্ন : মতলিব সাহেবের যে চিঠির কথা বলছেন তা বানোয়াট,  আপনার সৃজিত।
উত্তর : সত্য নয়।
প্রশ্ন : রাজনৈতিক হিরো  সাজার আকাঙ্খায় আপনি নিজে এ চিঠি তৈরি করেছেন।
উত্তর : সত্য নয়।
প্রশ্ন : মৌলভিবাজার ইসলামী ছাত্রসংঘের সাংগঠনিক জেলা হিসেবে কখনোই স্বীকৃত ছিলনা।
উত্তর : সত্য নয়।
প্রশ্ন : আপনি রাজনৈতিক সুবিধাবাদী এবং সুবিধা আদায়ারে জন্য এ সাক্ষ্য দিতে আসলেন।
উত্তর : সত্য নয়।
প্রশ্ন : আপনি সময় এবং সুযোগমত রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন।
উত্তর : সত্য নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন