শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩

এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

২৬/১২/২০১৩
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের  বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ  রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ক্যামেরা ট্রায়ালের (রুদ্ধদ্বার কক্ষে) মাধ্যমে একজন মহিলা সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহনের শুরুতে উভয় পক্ষের আইনজীবীদের ট্রাইব্যুনাল নির্দেশ দেন এ বিষয়ে তাদের কেউ যেন সংবাদ মাধ্যমের কাছে কোন কিছু প্রকাশ না করে। ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে গ্রহণ করা সাক্ষ্যের কোন কিছু প্রকাশে সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা থাকায় আদালত কক্ষে কোন সাংবাদিক বা দর্শনার্থীর অবস্থান করাও নিষিদ্ধ।

চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম পরিচালনা করেন।
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে এটিএম আজহারুল ইসলামের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন