বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৩

সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সালমান এফ রহমানসহ চার সাক্ষীর তালিকা জমা ট্রাইব্যুনালে

মেহেদী হাসান
বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে  প্রধামন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ চারজন সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে জমা দেয়া হয়েছে। আসামীর পক্ষে ব্যারিস্টার ফখরুল ইসলাম আজ  সাক্ষীর এ তালিকা জমা দিয়েছেন। তালিকায় থাকা অপর তিনজন সাক্ষী হলেন, সুপ্রীম কোর্টের বিচারপতি শামীম হাসনাইন, সাবেক প্রধান বিচারপতি মাঈনুর রেজা চৌধুরীর ভাই কাইউম রেজা চৌধুরী এবং নিজাম আহমেদ।

এফবিসিসিআই সাবেক সভাপতি সালমান এফ রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত  উন্নয়ন বিষয়ক উপদেষ্টা। এসব ভিআইপি সাক্ষী সত্যিই সালাহউদ্দিন কাদের চৌধুীর পক্ষে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসবেন কি-না জানতে চাইলে ব্যারিস্টার  ফখরুল ইসলাম বলেন, তারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে আগ্রহ প্রকাশ করেছেন।

তাদেরকে সাক্ষী করার কারণ কি জানতে চাইলে ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন এবং ১৯৭১ সালে তিনি পাঞ্জাবে ছিলেন। বিচারপতি শামীম হাসনাইনও একই সময়ে  পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।  ১৯৭১ সালে সালাহউদ্দিন কাদের চৌধুরী যে পাঞ্জাবে ছিলেন  সে বিষয়ে সাক্ষী বিচারপতি শামীম হাসনাইন। কারণ তিনিও তখন একই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।

এছাড়া সালমান এফ রহমান, কাইউম রেজা চৌধুরী নিজাম আহমেদ এরা প্রত্যেকেই সালাহউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠজন । তারাও ১৯৭১ সালে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পাঞ্জাবে অবস্থান বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী এবং কোর্টে তারা সাক্ষ্য দিতে আসলেই এসব তথ্য জানতে পারবেন।

সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে মোট এক হাজার ১৫৩ জন সাক্ষীর তালিকা জমা দেয়া হয়েছিল।  সে তালিকায়ও আনোয়ার হোসেন মঞ্জুসহ অনেক সেলিব্রেটি ভিআইপি ব্যক্তিবর্গের নাম ছিল। সাক্ষীর এ তালিকা থেকে মোট পাঁচজন সাক্ষীর সংখ্যা নির্ধারন করে গত ১৩ জুন আদেশ দেন ট্রাইব্যুনাল। সালাহউদ্দিন কাদের চৌধুরী নিজে এক নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান শুরু করেন গত ১৭ জুন।
আজ  অপর চার সাক্ষীর তালিকা জমা  দিলেন তারা।

গত বুধবার সাক্ষীর তালিকা জমা দেয়ার শেষ সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাইব্যুনাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন