মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪

মাওলানা সাঈদীর আপিল শুনানী অব্যাহত

৮/৪/২০১৪
এক সপ্তাহ মুলতবি থাকার পর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল শুনানী পুনরায় শুরু হয়েছে আজ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মাওলানা সাঈদীর বিরুদ্ধে ১৬ নং অভিযোগ গৌরাঙ্গসাহার তিন বোনকে পাকিস্তানী সেনাদের হাতে তুলে দেয়া বিষয়ে যুক্তি উপস্থাপন শুরু করেন। এরপর বিচার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।

প্রধান বিচারপতি মো : মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ শুনানী গ্রহণ করেন। মাওলানা সাঈদীর বিরুদ্ধে ৬, ৭, ৮, ১০, ১১ এবং  ১৪ নং অভিযোগ বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। মাওলানা সাঈদীকে ট্রাইব্যুনাল মোট আটটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। এ অভিযোগগুলোর বিষয়েই আপিল শুনানী চলছে।

মাওলানা সাঈদীর পক্ষে অন্যান্য আইনজীবীদের মধ্যে বাংলাদেশ  সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন এর সভাপতি  খন্দকার মাহবুব হোসেন, এসএম শাহজাহান, ব্যারিস্টার তানভির আহেমদ আল আমিন, গিয়াসউদ্দিন মিঠু, তারিকুল ইসলাম,  মহিনুর ইসলাম, মতিয়ার রহমান, মোসদ্দেক বিল্লাহ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন