মঙ্গলবার, ২০ মে, ২০১৪

কামারুজ্জামানের শুনানী ৩ জুন পর্যন্ত মুলতবি

২০/৫/২০১৪
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মুহম্মদ কামারুজ্জামানের আপিল আবেদন শুনানী আগামী ৩ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ এ মামলার শুনানীর জন্য ধার্য্য ছিল। তবে প্রস্তুতির জন্য আসামী পক্ষ বিচার কার্যক্রম পাঁচ সপ্তাহ মুলতবি চেয়ে আবেদন করলে আদালত ৩ জুন পর্যন্ত মুলতবি করেন।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ শুনানীর এ পরবর্তী তারিখ ধার্য্য করেন। মুহম্মদ কামারুজ্জামানের পক্ষে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রীম কোর্ট বার এসোসিশেনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন আবেদনের পক্ষে শুনানী করেন। এসময় আসামী পক্ষে অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম, শিশির মো: মনির প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত বছর ৯ মে মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদন্ড দেয়। একই বছর ৬ জুন মুহাম্মদ কামারুজ্জামানের পক্ষ থেকে মৃত্যুদন্ড খালাস চেয়ে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন