বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩

সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ৩০ তম সাক্ষীর জেরা সম্পন্ন

মেহেদী হাসান, ২৫/৪/২০১৩
গত বুধবার সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ৩০ তম সাক্ষী নাজিম উদ্দিনের জবানবন্দী গ্রহণ করা হয়। আজ তাকে জেরা করে আইনজীবী আহসানুল হক হেনা।
জেরা :
প্রশ্ন : আপনি আপনার জবানবন্দীতে যা কিছু বলেছেন তা সব শোনা কথা।
উত্তর : সব শোনা কথা।
প্রশ্ন : আপনার ফুফার পিতা সোনা মিয়া ১৯৭২ সালে একটি মামলা করেছিল আপনার ফুফার  হত্যার বিচার চেয়ে তা জানেন?
উত্তর : না।
প্রশ্ন : আমি বলছি ওই মামলায় সাতজন আসামী ছিল।  মামলার  এজাহার বা চার্জশিটে কোথাও সালাহউদ্দিন কাদের চৌধুরীর নাম ছিলনা।
উত্তর : আমার জানা নেই।
প্রশ্ন : আপনি যে নামজমার কথা বলেছেন সেই নাজমাকে তার দুই সন্তানসহ মুক্তিযুদ্ধের সময় মেরে ফেলা হয়েছে।
উত্তর : হ্যা।
প্রশ্ন : নাজমা কোনদিন গুডসহিলে যায়নি।
প্রশ্ন : উত্তর : সত্য নয়।
প্রশ্ন : আপনি কোনদিন নাজমাকে দেখেছেন?
উত্তর : না।
প্রশ্ন : আপনার ফুফাকে ধরে নিয়ে যাবার খবর আপনাদের বাড়িতে কে নিয়ে এসেছিল তার নাম বলতে পারবেন?
উত্তর : না।
আগামী সোমবার ৩১ তম সাক্ষীর সাক্ষ্য গ্রহনের কথা রয়েছে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন