বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩

মাওলানা সাঈদীর মামলায় আপিল শুনানী চলছে//খোকনের বিরুদ্ধে ৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

২১/১১/২০১৩
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় আপিল আবেদন শুনানী চলছে। বর্তমানে এ মামলয় তদন্ত কর্মকর্তার জেরা পড়ে শোনানো হচ্ছে। মাওলানা সাঈদীর পক্ষে আইনজীবী এস এম শাহজাহান জেরা পড়ে শোনাচ্ছেন আদালতে।
প্রধান বিচারপতি মো : মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ শুনানী গ্রহণ করেন। আজ  শুনানী শেষে আগামী রোববার পর্যন্ত শুনানী মুলতবি করা হয়েছে।

খোকনের বিরুদ্ধে ৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ প্রথম দিন রাষ্ট্রপক্ষের তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এরা হলেন, আবুল কাশেম, একরামুল হক  এবং কানাইলাল মন্ডল। জবানবন্দী শেষে সাক্ষীদের জেরা করেন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আসামী পক্ষের আইনজীবী আব্দুস শুকুর খান।

জাহিদ হোসেন খোকন ফরিদপুর জেলার নগরকান্দা পৌরসভার মেয়র ও  বিএনপির সহসভাপতি । তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭১ সাল বিষয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ফলে তার পক্ষে ট্রাইব্যুনাল একজন আইনজীবী নিয়োগ দেয়। আসামীর অনুপস্থিতিতে বিচার চলছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন