বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

মাওলানা আব্দুস সোবহানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল


১৯/৯/২০১৩
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি মাওলানা আব্দুস সোবমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ২ অক্টোবর থেকে অভিযোগ গঠন বিষয়ে শুনানীর জন্য ধার্য্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দিয়েছে।

মাওলানা আব্দুস সোবহানের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা গনহত্যা, অপহরন, নির্যাতন, পরিকল্পনা ষড়যন্ত্রসহ নয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে।

অভিযোগ আমলে নেয়া উপলক্ষে মাওলানা আব্দুস সোবহানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

২০০৩ সালে পাবনা থানায় দায়েরকৃত  মামলায় গত বছর   ২০ সেপ্টেম্বর গোয়েন্দা সংস্থার লোকজন  মাওলানা  আব্দুস সোবহানকে টাঙ্গাইল থেকে আটক করে। ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী (চিফ প্রসিকিউটর) গোলাম আরিফ টিপু মাওলানা আব্দুস সোবহানকে  গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট)  আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু করেন ট্রাইব্যুনাল।  ৩০ সেপ্টেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে মানবতা বিরোধী অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন