বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে জেরা ছাড়াই সাক্ষ্য গ্রহণ শেষ এক সাক্ষীর।

Mehedy Hasan, 2/5/2013
সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আজ  ৩২ তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন বাসন্তি ঘোষ (৬৫)। তবে তিনি তার জবানবন্দীতে সালাহউদ্দিন কাদের চৌধুরীর নামও উচ্চারন করেননি । তাই তাকে জেরা করা থেকে বিরত থাকেন সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী । সাক্ষী বাসন্তি ঘোষ তার জবানবন্দীতে বলেন, ১৯৭১ সালের একদিন তার স্বামী মনরঞ্জন ঘোষ বাজার থেকে আসার পর তাদের বাড়িতে একজন আর্মি এবং মিলিটারি এবং একজন বাঙ্গালী আসে। তারা তার স্বামীকে ধরে নিয়ে যায়। তিনি এসময় তার স্বামীকে ঝাপটে ধরলে তাকে মারধোর করা হয়। তার স্বামীকে নিয়ে যাওয়া হয় খিতিশ মহাজানের বাড়ি। সেখানে অনেকের সাথে তার স্বামীকেও হত্যা করা হয়। দুইদিন পর স্বামীর এক ভাই তার স্বামীর লাশ বাড়িতে নিয়ে আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন