শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১২

জেরায় লাটভাই///‘অর্ধশত মামলার আসামী লাটভাই গ্রেফতার’ শিরোনামে খবর প্রকাশ হতে পারে

৩/৯/২০১২
২০০১ সালের ১৪ ডিসেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়। খবরটির শিরোনাম ছিল  ‘অবশেষে গ্রেফতার হল সেই লাট ভাই মোল্লা বাহিনীর প্রধান আমির হোসেন মোল্লা।’
প্রকাশিত খবরে লাটভাই সম্পর্কে  বলা হয় “এলাকায় লাটভাই হিসেবে সকলের কাছে পরিচিত, কুখ্যাত চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী এবং বিশাল সরকারি সম্পত্তি দখলকারী মোল্লা বাহিনীর প্রধান আমির হোসেন মোল্লা।
এই লাটভাই গত ২৭ আগস্ট জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনাল ২ এ  জবানবন্দী প্রদান করেন। ২ সেপ্টম্বর তার জেরা শুরু  হয়।

আজ (৩/৯/২০১২)  পুনরায় তার জেরা শুরু হয়।

জেরা :
প্রশ্ন: আপনার বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতি এএফএম আলী আসগারের জমি দখল করার অভিযোগে দায়ের করা মামলা চলমান আছে?
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: বিচারপতি এএফএম আলী আসগারের জমি কি এখনো আপনার দখলে আছে?
উত্তর: না।
প্রশ্ন: ওই সম্পত্তি আনবিক শক্তি কমিশন গৃহ নির্মাণ সমবায় সমিতির ৭৫ নং প্লট।
উত্তর: হ্যাঁ, আমি ওই সমিতির সভাপতি।
প্রশ্ন: আপনি বাড়ি ও মসজিদ মাদ্রাসা করে অধিগ্রহণ করা জমি দখল করে আছেন?
উত্তর: সত্য নয়।
প্রশ্ন: ২০০১ সালের ১৪ ডিসেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকার সংবাদ প্রকাশিত হয়, আপনি এলাকায় লাটভাই হিসেবে সকলের কাছে পরিচিত, কুখ্যাত চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী এবং বিশাল সরকারি সম্পত্তি দখলকারী মোল্লা বাহিনীর প্রধান আমির হোসেন মোল্লা। ওই সংবাদ দৈনিক আজকের কাগজেও প্রকাশিত হয়।
উত্তর: জানা নেই।
প্রশ্ন: একই তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায়, ‘অর্ধশত মামলার আসামী লাট ভাই গ্রেফতার’ শীরোনামে সংবাদ প্রকাশিথ হয়।
উত্তর: হতে পারে। এসব সংবাদ করা হয়েছে আমাকে নির্বাচন থেকে বিরত রাখতে, রাজনৈতিক উদ্দেশ্যে।
প্রশ্ন: আপনি এক সময় ওয়ার্ড কমিশনার ছিলেন?
উত্তর: ১৯৮৬ সালে এরশাদ সরকারের সময় আমাকে ওয়ার্ড কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।
প্রশ্ন: ২০০১ সালের ২১ এপ্রিল সফুরা হক আপনার বিরুদ্ধে জিডি করেন যে তৎকালিন ক্ষমতাসীন দল বিএনপির লোক হয়ে তার জমি দখলে নেয়ার জন্য হুমকি দেন?
উত্তর: জিডির বিষয় জানি না। আমি কখনো বিএনপি করিনি।
প্রশ্ন: বিচারপতি এএফএম আলী আসগারের জমি দখল করার মামলায় কোন তারিখে জেলে যান?
উত্তর: মনে নেই।
প্রশ্ন: ’৭০ এর নির্বাচনে মিরপুর থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন গোলাম আযম?
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: গোলাম আযমের পক্ষে নির্বাচনী প্রচারণা করার জন্য ওই সময় ৫০ টাকা নিয়েছেন?
উত্তর: সত্য নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন