সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১২
আমার নাম ডাঃ মুনিয়া ইসলাম চৌধুরী, আমার বয়স ৩৫ বৎসর।
আমি ৩৬ চামেলীবাগ প্যারাডাইস কামাল হাউজে বসবাস করি। ০২-০৮-২০১০ ইং তারিখে আমি আমার ঐ বাসায় অবস্থান করছিলাম। ঐদিন বেলা ২.০০ ঘটিকার সময় অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান সাহেব বাসায় আসেন। আমার আম্মা আনোয়ারা বেগমের সঙ্গে তিনি কথা বলেন। তিনি ঐ সময় আমার নিকট হইতে আমাদের উপস্থিতিতে সিরু মিয়া দারোগার ছবি, আনোয়ার কামালের দুটি ছবি ০১-১১-১৯৭১ ইং তারিখে আমার আম্মার নিকট লিখিত কামালের পত্রের ফটোকপি শহীদ নজরুল ইসলামের ছবি ও আনোয়ার কামাল ও আনোয়ারা বেগমের ছবি ইত্যাদি জব্দনামা মূলে জব্দ করেন এবং আমি ঐ জব্দ তালিকায় ২ নম্বর ক্রমিক সাক্ষী হিসেবে স্বাক্ষর করি। এই সেই জব্দ নামা প্রদর্শনী- ৪৯৫ এবং উহাতে আমার দস্তখত প্রদর্শনী ৪৯৫/১ হিসাবে চিহ্নিত হইল। এই সেই শহীদ সিরু মিয়া দারোগার ছবি প্রদর্শনী ৪৯৬, আনোয়ার কামালের ছবি প্রদর্শনী ৪৯৬/১, আনোয়ার কামালের আরেকটি ছবি প্রদর্শনী ৪৯৬/২, শহীদ নজরুলের ছবি প্রদর্শনী ৪৯৬/৩, মা আনোয়ারা বেগম ও শহীদ আনোয়ার কামালের যুগ্ন ছবি প্রদর্শনী- ৪৯৬/৪ এবং আমার মায়ের নিকট লিখিত আনোয়ার কামালের চিঠি প্রদর্শনী ৪৯৬/৫ হিসাবে চিহ্নিত হইল এবং উক্ত চিঠির এনলার্জড কপি প্রদর্শনী ৪৯৭ হিসাবে চিহ্নিত হইল।
জেরা ঃ
শহীদ আনোয়ার কামালের হাতের লেখা আরও কাগজ আমার মায়ের নিকট আছে। (সমাপ্ত)
আমার নাম ডাঃ মুনিয়া ইসলাম চৌধুরী, আমার বয়স ৩৫ বৎসর।
আমি ৩৬ চামেলীবাগ প্যারাডাইস কামাল হাউজে বসবাস করি। ০২-০৮-২০১০ ইং তারিখে আমি আমার ঐ বাসায় অবস্থান করছিলাম। ঐদিন বেলা ২.০০ ঘটিকার সময় অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান সাহেব বাসায় আসেন। আমার আম্মা আনোয়ারা বেগমের সঙ্গে তিনি কথা বলেন। তিনি ঐ সময় আমার নিকট হইতে আমাদের উপস্থিতিতে সিরু মিয়া দারোগার ছবি, আনোয়ার কামালের দুটি ছবি ০১-১১-১৯৭১ ইং তারিখে আমার আম্মার নিকট লিখিত কামালের পত্রের ফটোকপি শহীদ নজরুল ইসলামের ছবি ও আনোয়ার কামাল ও আনোয়ারা বেগমের ছবি ইত্যাদি জব্দনামা মূলে জব্দ করেন এবং আমি ঐ জব্দ তালিকায় ২ নম্বর ক্রমিক সাক্ষী হিসেবে স্বাক্ষর করি। এই সেই জব্দ নামা প্রদর্শনী- ৪৯৫ এবং উহাতে আমার দস্তখত প্রদর্শনী ৪৯৫/১ হিসাবে চিহ্নিত হইল। এই সেই শহীদ সিরু মিয়া দারোগার ছবি প্রদর্শনী ৪৯৬, আনোয়ার কামালের ছবি প্রদর্শনী ৪৯৬/১, আনোয়ার কামালের আরেকটি ছবি প্রদর্শনী ৪৯৬/২, শহীদ নজরুলের ছবি প্রদর্শনী ৪৯৬/৩, মা আনোয়ারা বেগম ও শহীদ আনোয়ার কামালের যুগ্ন ছবি প্রদর্শনী- ৪৯৬/৪ এবং আমার মায়ের নিকট লিখিত আনোয়ার কামালের চিঠি প্রদর্শনী ৪৯৬/৫ হিসাবে চিহ্নিত হইল এবং উক্ত চিঠির এনলার্জড কপি প্রদর্শনী ৪৯৭ হিসাবে চিহ্নিত হইল।
জেরা ঃ
শহীদ আনোয়ার কামালের হাতের লেখা আরও কাগজ আমার মায়ের নিকট আছে। (সমাপ্ত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন