শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

পিডব্লিউ ৬

২৩ সেপ্টেম্বর ২০১২
আমার নাম কাজী আইয়ুব হোসেন, আমার বয়স- ৪৭ বৎসর।
আমি কুষ্টিয়ায় বাংলাদেশ পুলিশের জেলা স্পেশাল ব্রাঞ্চে উচ্চমান সহকারী হিসাবে ১৯৯৭ সাল থেকে কর্মরত আছি। আমি ০৩-০৩-২০১১ ইং তারিখে ঐ একই অফিসে একই পদে কর্মরত থাকাকালীন সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা মোঃ মতিউর রহমান তার কয়েকজন সহকারী সহ আমাদের উক্ত অফিসে আসেন এবং জিজ্ঞাসা করেন যে, আমাদের অফিসে ১৯৭১ সালের ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন আছে কিনা। তখন আমি এবং আমাদের অফিসের ও,সি,ওয়াচ, এস,আই, এস,এম, শহিদুল ইসলাম সাহেব ১৯৭১ সালের ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন তাদের সম্মুখে উপস্থাপন করি। তখন তিনি উক্ত রিপোর্ট আমাদের অফিস থেকে ফটোকপি করার পর আমাদের অফিসে ডি,আই,ও, ১ সরোয়ার হোসেন উক্ত ফটোকপি গুলি সত্যায়িত ফটোকপি আমাদের আমাদের সম্মুখে জব্দনামা মূলে জব্দ করেন এবং আমরা সাক্ষী হিসাবে উহাতে দস্তখত করি। এই সেই জব্দ তালিকা প্রদর্শনী- ৪৭৮ হিসাবে চিহ্নিত হইল। উহাতে সাক্ষী হিসাবে আমার প্রদত্ত ৫টি দস্তখত প্রদর্শনী- ৪৭৮/১- ৪৭৮/৫ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি ফাস্ট হাফ অব এপ্রিল, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ৫ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৭৯ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব এপ্রিল, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা-নাম্বার ৬ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৮০ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি ফাষ্ট হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা নাম্বার- ৭ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৮১ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ৮ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৮২ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ৯ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৮৩ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ১০ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৮৪ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ১১ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৮৫ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ১২ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৮৬ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ১৩ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৮৭ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ১৪ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৮৮ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ১৫ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৮৯ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ১৬ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৯০ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ১৭ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৯১ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ১৮ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৯২ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ১৯ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৯৩ হিসাবে চিহ্নিত হইল। ফোর্ট নাইটলি রিপোর্ট অন পলিটিক্যাল সিচুয়েশন ফর দি সেকেন্ড হাফ অব মে, ১৯৭১ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ, ইষ্ট পাকিস্তান, ঢাকা- নাম্বার ২০ অব ১৯৭১ প্রদর্শনী- ৪৯৪ হিসাবে চিহ্নিত হইল।
 (চলবে)

২৪-০৯-২০১২ ইং পূনরায় জেরা শুরু ঃ
আমার উপস্থিতিতে জব্দকৃত ফোর্টনাইটলি রিপোর্টগুলি ০৩-০৩-২০১১ইং তারিখের পূর্বে আমি পড়িয়া দেখি নাই। ০৩-০৩-২০১১ তারিখে আমাদের অফিসে ডি,আই,ও- ১ হিসেবে জনাব সরোয়ার হোসেন কর্মরত ছিলেন। ডি, আই, জি এ এম মেছবাহ উদ্দিন সাহেবকে আমি চিনতাম না। এডিশনাল আই, জি, পি আহম্মেদ ইব্রাহিম সাহেবকেও আমি চিনতাম না। রিপোর্টগুলির উপর আমার ব্যক্তিগত কোন জ্ঞান নাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন