মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

মাওলানা একেএম ইউসুফ’র বিরুদ্ধে তদন্ত সম্পন্ন/Maolana AKM Usuf investigation ends


মেহেদী হাসান, ২২/৪/২০১৩, সোমবার, ঢাকা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা একেএম ইউসুফ এর বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছে তদন্ত সংস্থা। ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনস্ত তদন্ত সংস্থা গত রোববার ২১ এপ্রিল  মাওলানা ইউসুফ এর বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে। আজ  তদন্ত সংস্থার ধানমন্ডিস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানানো হয় তদন্ত কাজ শেষ করার বিষয়ে।

তদন্ত সংস্থা থেকে সাংবাদিকদের জানানো হয় মাওলানা একেএম ইউসুফের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, ধর্মান্তরকরন, অগ্নিসংযোগ এবং লুটপাটের ১৫ ধরনের অভিযোগ  পাওয়া গেছে।

তদন্ত সম্পন্ন হলে নিয়ম অনুযায়ী তদন্ত সংস্থা তা প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষের আইনজীবী টিম)  এর কাছে জমা দেয়। প্রসিকিউশন  থেকে তা পরে  ট্রাইব্যুনালে দাখিল করা হয় ফরমাল চার্জ আকারে।

তদন্ত সংস্থার সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান খান ও তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন সাংবাবিদকের তদন্ত বিষয়ে অবহিত করেন।
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ পর্যন্ত জামায়াতের নয়জন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে অধ্যাপক গোলাম আযম. মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার বিচার সম্পন্ন হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন