Pages

রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১২

মাওলানা আবুল কালাম আযাদকে ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে পুনরায় নির্দেশ কোর্টের


 9/9/2012
মাওলানা আবুল কালাম আযাদকে আগামী ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে পুনরায় নির্দেশ দিয়েছেন  দ্বিতীয় ট্রাইব্যুনাল।  ওইদিনও যদি তাকে হাজির করা না যায় তাহলে সে বিষয়ে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া  হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রতি।

আজ মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী) সাহিদুর রহমান গত ১ সেপ্টেম্বর মাওলানা আযাদের বিরুদ্ধে ৬৪ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। তাতে মানবতাবিরোধী অপরাধের ২২টি ঘটনায় ১০টি অভিযোগ আনা হয়। যার মধ্যে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ফরিদপুরে হত্যা, গণহত্যা, জোর করে ধর্মান্তরিত করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ৩ এপ্রিল আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-২। তবে তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয় পুলিশ।

মাওলানা আযাদ বাংলাদেশের বিভিন্ন টিভিতে প্রচারিত ইসলামী অনুষ্ঠানে একজন জনপ্রিয় ভাষ্যকার এবং ব্যক্তিত্ব ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন